রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দেশ জুড়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, দিনহাটা সীমান্তে দিল্লি পুলিশ 

Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক:  দিল্লিতে কাজ করতে যাওয়া বাঙালিরা আদৌ ভারতীয় না বাংলাদেশি তা জানতে দিনহাটায় হাজির দিল্লি পুলিশের একটি দল। তাঁরা দিনহাটার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে খোঁজ নিচ্ছেন। গ্রামের যারা দিল্লিতে আছেন তাঁদের পরিচয়পত্র নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে দিল্লি পুলিশ জানতে চাইছে, তাঁরা এই  গ্রামের বাসিন্দা কিনা। গত দুদিন ধরে একাজ চলছে নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের দিগলটারি, মধ্য দিগলটারি, ছোট গাড়ালঝোরা-সহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে। 

সেইসঙ্গে পঞ্চায়েত সদস্যদের থেকে দিল্লিতে বসবাসকারী গ্রামের বাসিন্দাদের একটি করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিচ্ছে দিল্লি পুলিশ। এবিষয়ে  দিল্লি থেকে দিনহাটায় আসা এক বাসিন্দার কথায়,আমরা দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে রয়েছি। কিন্তু বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য পুলিশ আমাদেরও মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করছে। 

দিল্লির বসন্তকুঞ্জ থানার অন্তর্গত মোকসেদপুর এলাকায়  ফেরিওয়ালার কাজ করেন সাদেক হোসেন। তিনি বলেন, আমরা ভারতীয়। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড দেখানোর পরেও মাঝে মাঝে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে। 

জানা গিয়েছে,বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা মহকুমার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার পরিবার দিল্লি, নয়ডা, বেঙ্গালুরু-সহ বিভিন্ন এলাকায় কাজ করতে যান। তাঁরা  ইটভাটা থেকে শুরু করে দিল্লির আশেপাশের এলাকায় ফেরিওয়ালার কাজ করতে। অনেক মহিলাও রাজ্য থেকে সেখানে কাজে যান। ভারতীয় বাসিন্দাদের পাশাপাশি অনেক সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা দিল্লিতে কাজ করতে যান বলে অভিযোগ। এঁদের অধিকাংশ দিল্লির বসন্তকুঞ্জ থানার বিভিন্ন এলাকায় বসবাস করেন। সেখানে তাঁদের পরিচয় পত্র নিয়ে সোজা দিল্লি পুলিশ ছুটে এসেছে দিনহাটা সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে।  

 এবিষয়ে নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা নাবারউদ্দিন মিঞা বলেন, নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ দিল্লির বিভিন্ন এলাকায়  কাজ করতে যান। তাঁরা আদৌ ভারতীয় কিনা সেটা খোঁজখবর নিতে দিল্লি পুলিশের টিম এসেছে। দিল্লিতে বসবাসকারী অনেকেই এই গ্রামে থাকেন। তাঁদের সম্পর্কে খোঁজখবর করছে দিল্লি পুলিশ। আমরা সহযোগিতা করছি। 

অন্যদিকে মধ্য দিগলটারির পঞ্চায়েত সদস্য ডিম্পল রায় বলেন, দিল্লি যাওয়া এই গ্রামের বাসিন্দারা ভারতীয় কিনা তা জানতে এবং তাঁদের পরিচয়পত্র নিয়ে গ্রামে শিবির করে খুঁটিয়ে দেখছে  দিল্লী পুলিশ।বাংলাদেশের গন্ডগোলের পর থেকেই দিল্লি বসন্তকুঞ্জের বাঙালি বস্তিতে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ।


#dinhata#delhi#delhipolice



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দামোদরের চরে চলছিল বনভোজন, তার মাঝেই নজরে এল বহুপ্রাচীন এক মূর্তি, তারপর?...

টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারেনি, অভিমানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী ...

দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে আর ফেরা হল না, পাহাড়ি খাদে পড়ে মৃত মুর্শিদাবাদের কিশোর...

সভাপতি হওয়ার দৌড়ে সদস্য সংগ্রহ অভিযান শিকেয়, বিভ্রান্তি বিজেপির অন্দরে...

সোমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন গঙ্গাসাগরে, মেলায় দমকলের প্রস্তুতি ঘুরে দেখলেন সুজিত বসু...

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...

সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ...

দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...

জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর...

সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...

মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24